শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পরবর্তী নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করতে চান ব্লুমবার্গ

প্রথা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার মাইকেল ব্লুমবার্গ। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে পারেন নিউ ইয়র্কের এই প্রাক্তন মেয়র।

ডেমোক্রেটিক দলের প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে নামতে অ্যালাব্যামায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেন ব্লুমবার্গ। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি।

তিনি মনে করেন, ট্রাম্পকে হারানোর জন্য যোগ্য কোনও প্রতিদ্বন্দ্বী নেই। তাই নিজেই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এই সপ্তাহেই আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী।

মাইকেল ব্লুমবার্গ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার, যা ট্রাম্পের সম্পদের প্রায় ১৭ গুণ (৩১০ কোটি)।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইকরামুল নির্বাচিত

সংবাদটি শেয়ার করুন