শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ফাইজারের টিকার অনুমোদন দিলো সৌদি

এবার ফাইজারের টিকার অনুমোদন দিলো সৌদি

মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে করোনা সংক্রমণ রোধে ফাইজারের টিকার অনুমোদন দিলো সৌদি আরব। এর আগে মধ্যপ্রাচ্যে এই টিকার প্রথম অনুমোদন দিয়েছিল বাহরাইন। সৌদি প্রেস এজেন্সি থেকে দেয়া একটি বিবৃতির বরাত দিয়ে ‘আরব নিউজ’ ও ‘দ্যা হিল’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্য দফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।

তবে কবে থেকে দেশের সাধারণ নাগরিক করোনার এই ভ্যাকসিনটি পাবে সেটি জানানো হয়নি।

সাধারণ মানুষের জন্য ইতোমধ্যেই ফাইজারের টিকার ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। সেখানে গণটিকা প্রদান কার্যক্রমও শুরু হয়েছে। এরপর এই টিকার ছাড়পত্র দেয় বাহরাইন এবং কানাডাও। এবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই টিকা ব্যবহারের অনুমতি দিল।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  ফাইজার ও মডার্না দেশের জন্য উপযোগী টিকা নয়

সংবাদটি শেয়ার করুন