শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চন্দ্রপৃষ্টে পতাকা স্থাপন করেছে চীন

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে পতাকা স্থাপন করেছে চীন। ইতোমধ্যে চাঁদের পৃষ্ঠে নিজেদের পতাকার ছবি প্রকাশ করেছে দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৪ডিসেম্বর) চাঁদের পাথরের নমুনা নিয়ে ফিরে আসার আগে চীনের মহাকাশ যান ‘চ্যাংই-৫’ এর ক্যামেরা দিয়ে চন্দ্রপৃষ্টে পতাকার ওই ছবিগুলো তোলা হয়।

এর আগে ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় যুক্তরাষ্ট্র প্রথমবার চাঁদে কোনও দেশের পতাকা স্থাপন করে। এরপর ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের চাঁদের পৃষ্ঠে আরও পাঁচটি পতাকা স্থাপন করে।

যদিও স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাত দিয়ে ২০১২ সালে নাসা জানায়, যুক্তরাষ্ট্রের ওই পাঁচটি পতাকা এখনও রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে গেছে।

এদিকে চীনের সরকারি পরিচালনায় প্রকাশিত দৈনিক গ্লোবাল টাইমস তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের সময় অনুভূত হওয়া ‘উত্তেজনা ও অনুপ্রেরণার’ কথা মনে করিয়ে দিয়েছে চীনের পতাকাটি।

গ্লোবাল টাইমস আরও জানায়, চীনের পতাকাটি দুই মিটার চওড়া এবং ৯০ সেন্টিমিটার লম্বা। এ প্রকল্পটির নেতৃত্ব দিয়েছে চীনা মহাকাশ বিজ্ঞানী লি ইয়ুনফেং। এরইমধ্যে চ্যাংই-৫ চাঁদের পৃষ্ঠের মাটি ও পাথরের নমুনা নিয়ে এসেছে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  টিকা ছাড়াই করোনা প্রতিরোধ করবে চীনা ওষুধ

সংবাদটি শেয়ার করুন