শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তেলের লোভ ছাড়তে পারছে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সিরিয়ার বিশাল তেল ক্ষেত্রগুলোর মায়া ছাড়তে পারছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া তিনি জানিয়েছেন, ওয়াশিংটন শুধুমাত্র সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর দিকে দৃষ্টিপাত করে আছে।

রাশিয়ান গনমাধ্যমকে এক দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ জানান, মার্কিন সরকার চুরি করে সিরিয়ার তেল দেশের বাইরে পাচার করে দিচ্ছে। তিনি আরও জানান তেল চোরাচালানের অর্থ দিয়ে ওয়াশিংটন সিরিয়ায় নিজের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লালনপালন করছে।

ল্যাভরভ জানান, মার্কিন সরকার এখন তাদের নিয়ন্ত্রিত তেল ক্ষেত্রগুলোতে সিরিয়া সরকারকে প্রবেশ করতে দিচ্ছে না।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, মার্কিন সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার তেল চুরি করে মাসে তিন কোটি ডলার অর্থ আয় করছে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  অক্টোবরেই বাজারে আসবে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

সংবাদটি শেয়ার করুন