সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টালমাটাল জ্বালানি তেলের বাজার

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে তো বাড়ছেই। বিশ্ব যত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে আশাবাদী হচ্ছে ততই পণ্যটির বাজারে টালমাটাল অবস্থা বিরাজ করেছে। এরই ফলশ্রুতিতে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রডের দাম .৭৫ শতাংশ বেড়েছে। তবে কমতির দিকে ছিল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম। 

যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৪৮ ডলার ৫৩ সেন্টে। আর এদিন ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের থেকে দশমিক ৭৭ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৪৫ ডলার ৩৬ সেন্টে। যদিও গত মার্চে পর দুটো জ্বালানি পণ্যের দামই সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এক সপ্তাহের মধ্যে ফাইজার, মডার্নাসহ একের পর এক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সুখবর জানিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এসব খবর করোনা মহামারি দূর করার বিষয়ে বিশ্বজুড়ে আশার সঞ্চার ঘটিয়েছে। এমন আশাবাদী মনোভাব জ্বালানি তেলের বাজারে টালমাটাল পরিস্থিতি জন্ম দিয়েছে।

সূত্র: রয়টার্স

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আবারো লাপাত্তা কিম জং উন

সংবাদটি শেয়ার করুন