শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোট সাড়ে পাঁচটার দিকে জম্মুর নাগরোটা জেলায় ঘটনাটি ঘটেছে।

জি নিউজের খবরে বলা হয়, হাইওয়ের এক টোল প্লাজার কাছে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়। এতে চার বিদ্রোহী নিহত হয়েছে। তারা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, টোলের কাছে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। সেখানেই সংঘর্ষ বাধে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে। তল্লাশি শুরু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই সেনা।

এর আগে গতকাল বুধবার বিকালে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর বিদ্রোহীরা গ্রেনেড ছোঁড়ে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরে প্রথম নির্বাচন

সংবাদটি শেয়ার করুন