শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার দাবি জাতিসংঘের

সৌদি আরব, আমিরাত, মিশর , ও বাহরাইন কাতারের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তা অবিলম্বে তোলার দাবি জানালেন জাতিসংঘের বিশেষজ্ঞ।

সম্প্রতি জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যালেনা ডুহান এক রিপোর্টে লিখেন, আঞ্চলিক ঝামেলার জেরে কাতারেরবিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব, আমিরাত, মিশর , ও বাহরাইন। অবশ্য এই চার দেশের দাবি, কাতার সন্ত্রাসবাদের সমর্থক এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে এই চার দেশ। তবে জাতিসংঘের বিশেষজ্ঞের মতে, মানুষের মানবাধিকার হরণ করে কোনো সরকারকে শিক্ষা দেয়ার নীতি ঠিক নয়।

এ ব্যাপারে কাতার শুরু থেকেই বলে আসছে, তারা সন্ত্রাসবাদীদের মদত দেয় না। জঙ্গিদের প্রশ্রয় দেয় না। তবে ওই চার দেশ তিন বছর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল। তখনই তারা জানিয়েছিল যে ১০ দফা দাবি মানলে তারা নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু কাতার তা মানতে চায়নি।

ওই চার দেশের দাবির মধ্যে একটি ছিল, কাতারের সংবাদসংস্থাকে বন্ধ করে দিতে হবে। এই ধরনের দাবি আন্তর্জাতিক আইনের বিরোধী বলে মনে করেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  করোনার মাঝেই কাতার বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল ফিফা

সংবাদটি শেয়ার করুন