শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিশিগানে ট্রাম্পের মামলা খারিজ করেছে আদালত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজের ভোট গণনা বন্ধ করার জন্য ট্রাম্পের প্রচার দলের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন।

মনে করা হচ্ছে, ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন মিশিগানে জয়ী হয়েছেন। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে জয়ী হয়েছিলে ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার মিশিগানের ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস ট্রাম্প শিবিরের করা মামলা খারিজের আদেশ দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ সংক্রান্ত লিখিত আদেশ দেবেন বলে জানিয়েছেন তিনি। স্টিফেনস জানান, এই মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি খুঁজে পাননি তিনি।

জো বাইডেনের প্রচার শিবিরের পক্ষ থেকে মামলা দায়েরের সমালোচনা করে জানানো হয়, সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছিল। যার কোনো আইনি ভিত্তি ছিল না।

এখন পর্যন্ত বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  পারমাণবিক যুদ্ধে বিজয়ী হওয়া যায় না : জাতিসংঘ মহাসচিব

সংবাদটি শেয়ার করুন