শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১২ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

আগামী তিন বছরে কানাডা ১২ লাখেরও বেশি অভিবাসী নেবে। মহামারী নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমবাজারের ঘাটতি পূরণ করতে এবং অর্থনীতি পুনরুদ্ধারে এমন সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।

গতকাল শুক্রবার অটোয়ায় কানাডীয় অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো জানান, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১০০০, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে।

মেন্ডিসিনো আরও জানান, কানাডার আরও বেশি কর্মী দরকার। আর তা পূরণের উপায় হচ্ছে অভিবাসন।

তিনি বলেন, করোনা মহামারীর আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নেওয়ায় আমাদের সরকারের লক্ষ্যটি ছিল উচ্চাভিলাষী। কিন্তু এখন সেটি অত্যাবশ্যক হয়ে উঠেছে।

ইউনিভার্সিটি অব ক্যালগারির গবেষক রবার্ট ফ্যালকনার এক টুইটে জানান, কানাডা সরকার যদি তাদের লক্ষ্যে পৌঁছায়, তবে আগামী তিন বছরে দেশটির অভিবাসী গ্রহণের পরিমাণ হবে ১৯১১ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ

সংবাদটি শেয়ার করুন