শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে নিহত ১০৫

ভিয়েতনামে গেল কয়েক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে ১০৫ জনে মৃত্যু হয়েছে। এছাড়াও আরও অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিয়েতনামের আবহাওয়া সংস্থা জানায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সৌদেল আগামী শনিবার দেশটির কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এতে করে তীব্র বৃষ্টিপাত হতে পারে। যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ বন্যা।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ভিয়েতনামে কমপক্ষে এক লাখ ৭৮ হাজার ঘরবাড়ি এবং প্রায় ৭ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৭ লাখ গবাদি পশু মারা গেছে।

ঘরের ছাদে আশ্রয় নেয়া এক বৃদ্ধা ভিটিভিকে বলেন, সোমবার থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। আমাদের কিছুই নেই।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস (আইএফআরসি) দেয় এক বিবৃতিতে বলা হয়, ভয়াবহ এ বন্যায় ভিয়েতনামের ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছ। এছাড়াও আরও লাখ লাখ মানুষের জরুরি আশ্রয় দরকার। মহামারি করোনার মধ্যে এই বন্যা দেশটির দুর্ভোগকে আরও জটিল করে তুলেছে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশের রপ্তানি

সংবাদটি শেয়ার করুন