শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের যৌন হয়রানি থেকে বাঁচাবে জুতা!

কিছুতেই থামানো যাচ্ছেনা ক্রমবর্ধমান নারী নির্যাতন। নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে প্রতিটি জায়গা। কিন্তু নারীদের যৌন হয়রানি বা নির্যাতন থেকে রক্ষা করতে অভিনব এক ডিভাইস আবিষ্কার করেছেন ভারতের পশ্চিম বর্ধমানের লাউদহার তিলাবনি গ্রামের সৈয়দ মোশারফ হোসেন।

গুসকরার গোবিন্দপুর সেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের ল্যাবরেটরি সহকারী মোশারফ হোসেন জানিয়েছেন, হাথরস কাণ্ডের পরই কীভাবে নারীদের যৌন হেনস্থার হাত থেকে রক্ষা করা যায়, কিংবা তাদের ওপর যে ধরনের আক্রমণের ঘটনা ঘটে তার থেকে কীভাবে তারা রক্ষা পেতে পারেন, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেন তিনি।

এরপরই বিশেষ ধরনের জুতা আবিষ্কার করেছেন তিনি। যে জুতার মধ্যে থাকছে বিশেষ ইলেকট্রনিক্স ডিভাইস। থাকছে সুইচ। যখনই কেউ আক্রান্ত হবেন সঙ্গে সঙ্গে সুইচ অন করলে সেখান থেকে নির্দিষ্ট ৫টি ফোন নম্বরে একসঙ্গে বিপদসূচক বার্তা পৌঁছাবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি তার এই আবিষ্কারের জন্য ডবলিউ বিএসসিএসটিতে পেটেন্টের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে নিজের বোনের মাধ্যমে এ ডিভাইসের পরীক্ষাও সেরে নিয়েছেন তিনি।

হুগলির ব্যাণ্ডেলের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বি-টেক নিয়ে পড়াশোনা করেছেন মোশারফ হোসেন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  করোনার জাদুকরী সমাধান কখনো নাও মিলতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংবাদটি শেয়ার করুন