শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনামে বন্যায় নিহত ১৭

ভিয়েতনামে মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এরই মধ্যে দেশটির মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট এবং ভেঙে পড়েছে বহু গাছপালা। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগ শুরুর পর থেকে অনেকে মানুষ নিখোঁজ রয়েছেন। তবে তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন দেশটির জরুরি সহায়তাকারী দলের সদস্যরা।

সরকারি হিসেব তথ্যমতে, বন্যায় এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এছাড়াও দুর্গত এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার করে তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ভিয়েতনামে মধ্যঞ্চলীয় উপকূলের দিকে শক্তিশালী টাইফুন ‘লিনফ’ ধেয়ে আসছে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি অবনতি হবে পারে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  গাজায় নিহত শিশুর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার

সংবাদটি শেয়ার করুন