মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভার্চুয়াল বিতর্ক থেকে ট্রাম্পের প্রত্যাহার

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বিতর্ক থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর ট্রাম্প একে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

এ ব্যাপারে ট্রাম্প বলেন, আসন্ন বিতর্কে করোনাভাইরাস বিস্তারের ঝুঁকি প্রতিরোধ নিয়ে কথা হবে কিন্তু আলোচনার মাঝে আমার মাইক্রোফোন কেটে দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, আমি ভার্চুয়াল বিতর্কে অংশ নিতে চাই না কারণ এটি সময়ের অপচয়। বিতর্কের নামে যা হচ্ছে তা কোনও বিতর্কই না।

তিনি আরও বলেন, আপনি কম্পিউটারের পেছনে বসে থাকবেন এবং একটি বিতর্ক পরিচালনা করবেন এবং আপনার যেখানে খুশি সেখানে মাইক্রোফান কেটে দেবেন। এটি খুবই হাস্যকর ব্যাপার। বিতর্ক বাদ দিয়ে সমর্থকদের সঙ্গে র‍্যালি করতে পছন্দ করেন ট্রাম্প।

ভার্চুয়াল বিতর্কে অংশ না নেওয়ার ব্যাপারে ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন নির্বাচন ব্যবস্থার জন্য নতুন এক ধরনের বিপর্যয়।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন