রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোমা থেকে না ফেরার দেশে আফগান ওপেনার

মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পেরে উঠলেন না আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ২৯ বছর বয়সী নাজিব তারাকাই। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ৭২ ঘণ্টার বেশি সময় কোমায় ছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নাজিবের মৃত্যুর খবর জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন নাজিব। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি।

আফগানিস্তানের হয়ে ১টি ওয়ানডে ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এই ওপেনার। যার সবশেষ ম্যাচটি ছিল বাংলাদেশের মাটিতে গত সেপ্টেম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ১২ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ সেঞ্চুরিতে ২০৩০ ও লিস্ট এ ক্রিকেটে ১ সেঞ্চুরিতে ৫৫৩ রান করেছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ইউরোপের মতো আরব দেশগুলোতে এবার শেংগেনের মতো ভিসা সুবিধা

সংবাদটি শেয়ার করুন