ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে আহত চারজন সাংবাদিক

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে চারজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জন ফ্রান্সের লে মন্ডে সংবাদপত্রের প্রতিবেদক। এবং বাকি দুইজনের মধ্যে একজন আর্মেনিয়া টিভির ক্যামেরাম্যান ও অন্যজন আর্মেনিয়ার ২৪নিউজের প্রতিবেদক।

গত রবিবার থেকে শুরু হওয়া আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন শতাধিক মানুষ। নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দেশ দু’টি যুদ্ধ করছে। এই অঞ্চলটি মূলত আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি বহু বছর ধরে আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালে যুদ্ধ পরবর্তী সময় থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।

এ ব্যাপারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবে যখন আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাবে। আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে বলে জানান তিনি।

তবে এই যুদ্ধের জন্য আজারবাইজানকে দায়ী করছে আর্মেনিয়া। তাদের অভিযোগ, বাকুর কারণেই যুদ্ধের সূচনা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন