শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপজুড়ে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

আবারও ইউরোপজুড়ে বেড়েছে নভেল করোনাভাইরাসে সংক্রমণ, এমনটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ২৩ এপ্রিলের পর ইউরোপের দেশ জার্মানিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা তিন কোটি তিন লাখ ছাড়িয়েছে। ইউরোপের দেশগুলোতে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯ লাখে দাঁড়িয়েছে। ইউরোপে আবারও করোনার সংক্রমণ বৃদ্ধিকে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ জানিয়েছেন, আমরা খুবই জটিল পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছি। ইউরোপে করোনার সংক্রমণ বেড়েছে। সেপ্টেম্বরের

প্রথম সপ্তাহজুড়ে ৫০ থেকে ৬৪ এবং ৬৫ থেকে ৭৯ বছর বয়সীরা বেশি আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শিকার হওয়া বড় একটি অংশ ২৫ থেকে ৪৯ বছর বয়সী। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের চেহারা হয়েছে করোনাকালের আগের মতো।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

সংবাদটি শেয়ার করুন