বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার চা নিয়ে লেবাননে লঙ্কাকাণ্ড

বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য ১৬৭৫ কেজি চা-পাতা পাঠিয়েছিল শ্রীলঙ্কা। সেই চা-পাতা লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন বিতরণ করেছেন তার নিরাপত্তাকর্মীদের পরিবারের মাঝে। কিন্তু বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য শ্রীলঙ্কা সরকার যে চা পাতা পাঠিয়েছিল তা নিয়ে এখন লেবাননের রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে আছে।

লেবাননে বিভিন্ন দেশে থেকে আসা গৃহকর্মীদের বড় একটি অংশ শ্রীলঙ্কার নাগরিক। তাই দেশটির বিপদে তাড়াতাড়িই পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা।

লেবাননের সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া চা-পাতা সম্পর্কে নানা প্রশ্ন করায় এক বিবৃতিতে বলা হয়, চা পাতার জন্য প্রেসিডেন্ট আওন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন এবং জানিয়েছেন, চা পাতা সেনাবাহিনী গ্রহণ করেছে এবং তার নিরাপত্তা কর্মীদের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

 

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চা উৎপাদনে রেকর্ড ছাড়িয়েছে উত্তরাঞ্চল

সংবাদটি শেয়ার করুন