শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো বাহরাইন

সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘ঐতিহাসিক শান্তি’ চুক্তিতে পৌঁছেছে বাহরাইন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইন এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এ চুক্তিতে সম্মত হন।

মার্কিন প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেন, এতো দ্রুত এ ঘটনা ঘটবে, যা অকল্পনীয়। ট্রাম্প বলেন, যুগান্তকারী এক চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও বাহরাইন।
তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও বাহরাইনের রাজার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পরই এ ‘ঐতিহাসিক শান্তি’ চুক্তিতে একমত হয় দুই দেশ।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এটি একটি ঐতিহাসিক ঘটনা।

এর আগে গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছিল। ওই চুক্তির ফলে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিকের পথে রয়েছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ভোটের আগেই ট্রাম্পের জয়!

সংবাদটি শেয়ার করুন