সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

থামছেই না ক্যালিফোর্নিয়ার দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে রেকর্ড পরিমাণে বনাঞ্চল পুড়ে গেছে। এছাড়া এখনও নতুন নতুন বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল এবং আগুন সুরক্ষা দফতরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত এই দাবানলে পুড়ে গেছে ২০ লাখ একরের বেশি এলাকার বনভূমি।

কর্মকর্তারা জানান, এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই পুড়ে গেছে সাত হাজার একরের বেশি জায়গা। বর্তমানে রেকর্ড তাপপ্রবাহের মুখে রয়েছে ক্যালিফোর্নিয়া। এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন।

এর আগে গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজারটি দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি।

মার্কিন অঙ্গরাজ্যটির কর্মকর্তারা জানান, দাবানলে এ বছর ২০ লাখ একরের বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছে আট ব্যক্তি এবং ধ্বংস হয়েছে অন্তত তিন হাজার তিনশ’ অবকাঠামো।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে দাবানলে ক্যালিফোর্নিয়ার ১৯ লাখ ৯৬ হাজার একর বনভূমি পুড়ে যায়। ১৯৮৭ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সেটিই ছিলো সর্বোচ্চ।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু কোভিড-১৯ এ আক্রান্ত

সংবাদটি শেয়ার করুন