শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছরের মাঝামাঝির আগে ভ্যাকসিন সম্ভব নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগামী বছরের মাঝামাঝির আগে করোনার ভ্যাকসিন পৃথিবীব্যাপী বিতরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস। তিনি বলেন, যেসব ভ্যাকসিন ট্রায়ালে আছে সেগুলোর কার্যকারিতা সম্পর্কে আমরা এখনও কোনো স্পষ্ট সংকেত পাইনি। আজ শুক্রবার জেনেভায় জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হ্যারিস বলেন, ভাইরাসটির ‌কার্যকারিতা পরীক্ষার তৃতীয় ধাপে আমরা একটু সময় বেশি নিতে চাই। কারণ আমরা দেখতে চাই আসলেই টিকাটি কতটুকু ‌কার্যকর ও নিরাপদ। তাই এই ধাপে আমরা বৃহৎ পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করব।

তিনি আরও বলেন, আমরা সত্যিই আগামী বছরের মাঝামাঝির আগে পৃথিবীব্যাপী করোনার টিকা বিতরণ করতে পারব না। কারণ প্রাথমিক ট্রায়ালে অনেক লোককে এই ভ্যাকসিন দেয়া হলেও আমরা এখনও জানি না ভ্যাকসিনটি কাজ করছে কি না।

হ্যারিস বলেন, আমরা চাই পৃথিবীর সবাই এই ভ্যাকসিন প্রকল্পের আওতায় আসুক।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

সংবাদটি শেয়ার করুন