শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডেমোক্র্যাটরা নির্বাচনে ভোট চুরি করতে পারে : ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরা ‘চুরি’ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান পার্টির কনভেনশনের প্রথম দিনে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিজের বক্তব্যে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, তারা (ডেমোক্র্যাটরা) আমেরিকানদের সঙ্গে প্রতারণা করার জন্য ‘কোভিড’কে ব্যবহার করছে। ট্রাম্পের দাবি, মেইল-ইন ব্যালট ভোটার জালিয়াতির কারণ হতে পারে।জরিপ অনুযায়ী, এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে আছেন ট্রাম্প।

ওই বক্তৃতায় ট্রাম্প বলেন, কোভিড ব্যবহার করে ডেমোক্র্যাটরা নির্বাচন চুরি করতে পারে। এই নির্বাচন আমাদের কাছ থেকে তারা শুধু তখনই নিতে পারবে, যখন নির্বাচনে কারচুপি হবে। আমরা জিততে যাচ্ছি।

এর আগে, ২০১৬ সালের নির্বাচনের আগে জরিপে হিলারি ক্লিনটন থেকে পিছিয়ে থাকা অবস্থায়ও ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে কারচুপি হতে পারে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  আইএমএফের ঋণে দ্বিধা

সংবাদটি শেয়ার করুন