শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের বিরুদ্ধে অভিযানের হুমকি দিয়েছে ভারতের সেনাপ্রধান

লাদাখে চীনাদের ‘আগ্রাসন’ ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে বলে হুশিয়ারি করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। আর এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বিপিন রাওয়াত এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে এ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু দু’দেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়, এক্ষেত্রে সেনা অভিযানকেই বিকল্প পথ হিসেবে বেছে নিব আমরা।

তিনি আরও বলেন, চীনা সেনারা যেন লাদাখে না ঢুকতে পারে সেজন্য কেন্দ্রীয় সরকার বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণ পথে দু’দেশের বিতর্ক মিটিয়ে ফেলার পক্ষবাদী। তবে নিয়ন্ত্রণ রেখায় আগের অবস্থা ফিরিয়ে আনার সব চেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের সেনাবাহিনী তৈরি আছে।

প্রায় তিন মাস ধরে ভারত-চীনের মধ্যে লাদাখ নিয়ে উত্তেজনা চলছে। ভারতীয়দের দাবী প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। বারবার তাদের সাথে আলোচনা করেও এ বিষয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  লিবিয়ায় গণকবরের সন্ধান

সংবাদটি শেয়ার করুন