শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে চীনের প্রবৃদ্ধি

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে প্রবৃদ্ধি করেছে চীন। অপরিশোধিত জ্বালানি তেলের ক্ষেত্রে মূলত আমদানিনির্ভর হওয়ার পরও দেশটির নিজস্ব কূপগুলো থেকে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল উত্তোলন হয়। এবছর জুলাইয়ে নিজস্ব কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়িয়েছে চীন। একই সময়ে দেশটিতে আগের তুলনায় বেড়েছে জ্বালানি তেল পরিশোধন।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চীনের নিজস্ব কূপগুলো থেকে চলতি বছরের জুলাইয়ে সব মিলিয়ে ১ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, চলতি বছরের জুনের তুলনায় জুলাইয়ে চীনে জ্বালানি তেল উত্তোলন দশমিক ৭ শতাংশ বেড়েছে।

গত জুলাইয়ে চীনে সব মিলিয়ে ৫ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল পরিশোধন করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনবিএস। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির পরিশোধন বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ।

এদিকে শুধু জুলাইয়ে নয়, বরং চলতি বছরের প্রথম সাত মাসে চীনের নিজস্ব কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে প্রবৃদ্ধির দেখা মিলেছে।

এনবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিজস্ব কূপগুলো থেকে চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে সব মিলিয়ে ১১ কোটি ৩৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে দেশটিতে মোট ২৮ কোটি টন জ্বালানি তেল পরিশোধন করা হয়েছে, যা আগের বছরের প্রথম সাত মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি।

আরও পড়ুনঃ  নতুন মাতৃভাষা দিবস চালুর প্রচেষ্টা বিজেপির

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন