শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে জরুরি অবস্থা জারি

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বিস্ফোরণের ১০ দিন পর আজ বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে এ অনুমোদন দিয়েছে স্পিকার। একই সঙ্গে দেশটিতে দ্রুত নতুন সরকার গঠনের আহ্বান জানান তিনি।

তবে এমন পদক্ষেপে হুঁশিয়ারি দিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। কারণ তাদের মতে এর মাধ্যমে সেনাবাহিনীকে কার্যকর ক্ষমতা হস্তান্তর করেছে লেবাননের পার্লামেন্ট।

এদিকে, জরুরি অবস্থার আওতায় জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন যেকোনো ধরণের জমায়েত, সমাবেশ নিষিদ্ধ করতে পারবে সেনাবাহিনী। এছাড়াও নিরাপত্তার জন্য হুমকি এমন মানুষের ঘরে ঢুকে প্রয়োজনে তাকে গ্রেফতারও করতে পারবে সেনারা। একই সঙ্গে সব কোর্টের কার্যক্রম পরিচালিত হবে সেনাবাহিনীর কোর্টে।

গেল ৪ আগষ্টের ভয়াবহ বিস্ফোরণের কারণে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনগণ। আর বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে দেশটির সরকার। এ বিস্ফোরণে ২২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬ হাজারের বেশি মানুষ।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  আফগানিস্তানে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০

সংবাদটি শেয়ার করুন