শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ২১ জনের প্রাণহানি

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ভারী বর্ষণ চলছে দক্ষিণ কোরিয়াতে। ফলে দেশটিতে বন্যা ও ভূমিধসের দেখা দিয়েছে। এতে অন্তত ২১ জন মারা গেছে। বিগত সাত বছরে দক্ষিণ কোরিয়ায় এত পরিমাণ বৃষ্টি হয়নি।

ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে দেশটির হাজারো মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার (৮ আগস্ট) পর্যন্ত বন্যার কারণে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বন্যা-ভূমিধসে ২১ জনের মৃত্যুসহ আরও ১১ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাউথ জিওলা প্রদেশের এক কর্মকর্তা বলেন, আজ শনিবার দক্ষিণের সিউমিজিন নদীতীরের ১০০ মিটার ভেঙ্গে যাওয়ার পর এই এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর চারপাশের প্রায় ৫০০ বাসিন্দাসহ সাউথ জিওলা প্রদেশের প্রায় দুই হাজার মানুষকে বাড়ি থেকে সরিয়ে অন্যত্র নিরাপদে নেওয়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  মারা গেলেন স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি

সংবাদটি শেয়ার করুন