শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমাদের আধিপত্য বিস্তারের দিন শেষ: পুতিন

বিশ্বে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের একক আধিপত্য বিস্তারের দিন শেষ হয়ে এসেছে বলে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রবিবার (২৯ জুন) রুশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুতিন। 

আধিপত্যকামী মনোভাবের সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চরম স্বার্থবাদিতা এবং অন্যের ওপর একক আধিপত্য প্রতিষ্ঠার সময় শেষ হয়ে গেছে। এগুলো বর্তমান যুগে অকার্যকর হয়ে পড়ে গেছে।

তিনি বলেন, গোটা বিশ্বকে এখন এই বাস্তবতা উপলব্ধি করতে হবে যে, যৌথ সংকটগুলো মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই এবং আন্তর্জাতিক অঙ্গনে একক আধিপত্য বিস্তার করার প্রচেষ্টায় কোনো দেশ আর সফল হতে পারবে না।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চে ফ্রান্সের অর্থনীতির সংকোচন

সংবাদটি শেয়ার করুন