শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণবাদী মূর্তি ভাঙা বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশে সই

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের মূর্তি ভাঙা বন্ধে কারাদণ্ডের বিধান রেখে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, স্থানীয় সময় গত শুক্রবার রাতে তিনি এই আদেশে সই করেন। ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, এসব মূর্তি রাষ্ট্র এবং জনগণের সম্পদ। কেউ এগুলোর ক্ষতি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এছাড়া রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের দায়ে ১০ বছর কারাদণ্ডের বিধির কথাও উল্লেখ করা হয়েছে। যেকেউ শান্তিপূর্ণভাবে কোন মূর্তি সরানো কিংবা নির্মাণের দাবি জানাতে পারে। কিন্তু জোর করে এসব মূর্তি ক্ষতিগ্রস্ত, ধ্বংস অথবা সরানোর অধিকার কারও নেই।

আরও জানা গেছে,  এধরণের কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নিতে কেউ ব্যর্থ হলে স্থানীয় বিচার বিভাগ ও পুলিশের জন্য বরাদ্দ অর্থ আটকে দেবে ফেডারেল সরকার। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর তুমুল বিক্ষোভের মুখে বেশ কয়েকটি মূর্তি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  ইতালিতে ভূমিধসে নিহত ৭, জরুরি অবস্থা জারি

সংবাদটি শেয়ার করুন