রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা!

করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ‘বৈষম্যমূলক চর্চার’ অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এ কারণে এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটের উপর বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ে (ডিওটি) বিবৃতিতে জানানো হয়, ভারত থেকে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্র থেকে ভারতে যাত্রিদের ফেরাতে পরিচালিত এসব ফ্লাইটের টিকেট বিক্রি করছে এয়ার ইন্ডিয়া। অর্থাৎ ফ্লাইটগুলো কেবলই ‘প্রত্যাবাসনের উদ্দেশ্য’ থেকে পরিচালিত হবে না।

এদিকে মার্কিন এয়ারলাইন্সগুলো ভারতে একই ধরনের ফ্লাইট পরিচালনার ‘অনুমতি চেয়েও পায়নি।’ এসব কারণে এখন থেকে ভারতীয় এয়ারলাইন্সটিকে তাদের চার্টার্ড ফ্লাইটগুলোর জন্য আলাদা আলাদা অনুমতি নিতে হবে, বলেছে তারা। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে বিবিসি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বিধিনিষেধ আরোপ করে আগামী ২২ জুলাই থেকে ভারত-যুক্তরাষ্ট্র রুটে চার্টার্ড ফ্লাইট পরিচালনায় যুক্তরাষ্ট্রের যোগাযোগ মন্ত্রণালয়ের কাছ থেকে নতুন করে অনুমতি নিতে হবে।

আনন্দবাজার/এমক.

আরও পড়ুনঃ  শঙ্কায় অস্ট্রেলিয়ার পর্যটন খাত

সংবাদটি শেয়ার করুন