শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে উ. কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। আজ বুধবার (২৪ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করে।  শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়, দুই দেশের সীমান্ত এলাকায় বিরোধী প্রচারণা চালানোর জন্য স্থাপিত লাউড স্পিকারগুলো ইতোমধ্যে খুলে নিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে সীমান্তে দুই কোরিয়ার আলোচনার জন্য নির্ধারিত মৈত্রী কেন্দ্রটি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় উত্তর কোরিয়া।

এদিকে পিয়ংইয়ংয়ের অভিযোগ, দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া নাগরিকেরা উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ছড়ানোতেই এমন পদক্ষেপ। সে সময় সীমান্তে শক্তি বৃদ্ধিসহ প্রয়োজনে যুদ্ধ করারও হুমকি দেয় উত্তর কোরিয়া।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ২১ জনের প্রাণহানি

সংবাদটি শেয়ার করুন