মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন স্থানে বিমান হামলা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসানরুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইয়েমেনের সেনাবাহিনী।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। জেনারেল সারিয়ি বলেন, রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো জায়গায় হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি আরো বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বরতা চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের এই হামলা চালানো হয়েছে। সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্বে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত দুই লাখ ৩০ হাজার জন

সংবাদটি শেয়ার করুন