শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে বোনাস দেওয়া হবে স্থানীয় পর্যটকদের

করোনায় বিপর্যস্ত হওয়া অর্থনীতি স্বাভাবিক করে তুলতে মরিয়া হয়ে উঠেছে ইতালির সরকার। সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। কারণ সংক্রমণ ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এর মধ্যেই সরকার ঘোষণা দিয়েছে, স্থানীয় পর্যটকদের জন্য বোনাসের।

পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সংক্রমণ রোধে আরোপ করা লকডাউনের তৃতীয় ধাপে, খুলে দেয়া হয়েছে সিনেমা হল, থিয়েটারসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র।

ইতালিতে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি ফিরলেও উদ্বেগ বাড়ছে দেশের করোনা পরিস্থিতি নিয়ে।

করোনার কারণে দেশটিতে বিদেশি পর্যটক খুব একটা নেই বললেই চলে। কবে সবকিছু আগের মতো হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই স্থানীয় পর্যটকদের মাধ্যমে এ খাতকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এক শহর থেকে আরেক শহরে পরিবার নিয়ে বেড়াতে গেলে তাদের ৫শ’ ইউরো বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  গাজায় ২৫ দিনে ৮ হাজার ৭৯৬ জনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন