শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের চারশো বছরের প্রাচীন মন্দিরে পুরোহিত পদে রোবট

জাপানের হনশু দ্বীপাঞ্চলের কিয়োটো শহরে চারশো বছরের প্রাচীন একটি বৌদ্ধ মন্দিরে পুরোহিত হিসেবে এক রোবটকে নিযুক্ত করা হয়েছে।

রোবট পুরোহিতের ফলে আজকের তরুণ প্রজন্ম ধর্মের প্রতি বেশি আকর্ষণ বোধ করবে বলে মনে করছেন মন্দিরের অন্য পুরোহিতরা।

চলতি বছরের শুরুর দিক থেকে কিয়োটোর কোডায়জি মন্দিরে বৌদ্ধদের করুণা দেবী কাননের অবতার হিসেবে এ রোবট দর্শনার্থীদের মন্ত্র পড়িয়ে আসছে। শিক্ষা দিচ্ছে- অহং, কামনা ও ক্ষোভের বিপদ এবং পারস্পরিক সহানুভূতি সম্পর্কে। রোবটটির নাম মিন্দার।

সময়ের পালাবদলে কৃত্রিম বুদ্ধিমত্তার এ রোবট একদিন বিপুল প্রজ্ঞার অধিকারী হবে বলে মনে করেন মন্দিরের অন্যতম পুরোহিত তেনশো গোটো।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, রোবটের যেহেতু মৃত্যু নেই, তথ্য সংগ্রহের মাধ্যমে কালে কালে এটি আরও প্রজ্ঞাবানে পরিণত হবে। এটাই হলো রোবটের দুর্দান্ত দিক। এটি চিরকালব্যাপী সীমাতীত জ্ঞান অর্জন করতে পারবে। আমরা আশাবাদী যে, নিজের প্রজ্ঞা বৃদ্ধির মাধ্যমে এ রোবট মানুষকে কঠিন বিপদ আপদ থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারবে। এটি বৌদ্ধ ধর্মকে বদলে দিচ্ছে।

পূর্ণবয়স্ক এ রোবটটি তৈরিতে লেগেছে দশ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে আট কোটি টাকা)। ওসাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস বিভাগের অধ্যাপক হিরোশি ইশিগুরো এটির জনক।

মিন্দার ঘাড়, হাত ও মাথা নাড়াতে পারে। মানুষের চামড়ার সঙ্গে মিল রেখে এর হাত, মাথা ও কাঁধ সিলিকন দিয়ে মুড়ে দেয়া হয়েছে। প্রার্থনার ভঙ্গিতে দুই হাত জড়ো করে, প্রশান্ত কণ্ঠস্বরে কথা বলে মিন্দার।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

পুরোহিত গোটো বলেন, মিন্দার মানুষকে নিজের অহং সম্পর্কে সতর্ক করে। সে জানায় যে, আজকের মানুষ নিজের অহং আর স্বার্থের মধ্যে ডুবে আছে।

সংবাদটি শেয়ার করুন