শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাঁটু দিয়ে গলায় চাপ প্রয়োগ নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

অপরাধিকে আটকের সময় হাঁটু দিয়ে গলা চেপে ধরার পুলিশি পদ্ধতি বাতিল হতে চলেছে যুক্তরাষ্ট্রে। ক্ষমতার অপব্যবহার হিসেবে যখন তখন পুলিশি হস্তক্ষেপ সহ আরও কিছু বিষয়ে সংস্কার আনার পক্ষে মত দিয়েছে দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিস সিটি কাউন্সিল।

ক্যালিফোর্নিয়াতেও এসব ব্যাপার সংস্কার করা হবে বলে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ। সংবাদে বলা হয়, গত শুক্রবার এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো পাস হয়েছে। তবে এগুলো কার্যকর হতে একজন বিচারকের অনুমোদন প্রয়োজন হবে।

মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে এক বিবৃতিতে বলেছেন, জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু এটিই যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন নির্বাচিত নেতাদের জবাবদিহিতা থেকে শুরু করে কাঠামোগত সংস্কার।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে পরাস্ত করতে গিয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যার প্রতিবাদে টানা ১১ দিন ধরে বিক্ষোভে উত্তাল রয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশেও এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী হ্যানা

সংবাদটি শেয়ার করুন