মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোস্টারিকা সমকামী বিবাহ বৈধ ঘোষণা করল

কোস্টারিকার আদালত সমকামী বিবাহ বৈধ বলে ঘোষণা করেছে। এই প্রথম মধ্য আমেরিকার কোনো দেশ এই ধরনের বিবাহের বৈধতা দিল। এর জন্য সমকামীদের অধিকার নিয়ে কাজ করা কর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

মঙ্গলবারে কোস্টারিকার আদালত সমকামী বিবাহ বৈধ ঘোষণা বলে রায় দেয়। রায়ে আরও বলা হয়, এদিন মাঝরাত থেকে এই রায় কার্যকরী হবে।

এই বিষয়ে কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো একটি অনুষ্ঠানে জানান, “এই পরিবর্তন সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তন আনবে। হাজার হাজার (সমকামী) মানুষকে বিয়ে করার অনুমতি দেবে।”

রায় দেওয়ার পর পরই বেশ কিছু সমকামী বিয়ে হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের জন্য সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে দেশটির সরকারি টেলিভিশন ও অনলাইনে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।

আমেরিকা অঞ্চলে অষ্টম দেশ হিসেবে সমকামী বিয়ে স্বীকৃতি দিল কোস্টারিকা। ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডায় এ ধরনের বিবাহ আগেই বৈধ করা হয়েছে।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন জাসিন্দ আরডান

সংবাদটি শেয়ার করুন