বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রুটিপূর্ণ টেস্ট কিট দিয়েছে চীন, অভিযোগ ভারতের

ভারতে চীনের দুটি কোম্পানি ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে ভারতের রাজস্থান, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্য। নতুন টেস্ট কিটে পরীক্ষার সঠিক ফলের হার মাত্র ৫ দশমিক ৪ শতাংশ।

সোমবার বিজেপি সরকার বলেছে, যেসব চীনা কোম্পানি ত্রুটিপূর্ণ করোনাভাইরাস টেস্ট কিট সরবরাহ করেছে তাদেরকে এক রুপিও দেয়া হবে না। সেই সাথে চীনা কোম্পানির করোনা টেস্ট কিটের অর্ডারও বাতিল করেছে ভারত।

ভারতের ক্ষমতাসীন সরকার বলছে, চীনের গুয়াংঝু ওন্ডফো বায়োটেক এবংঝুহাই লিভজোন ডায়াগনোস্টিকসের তৈরি কিটকে কাজের অযোগ্য হিসাবে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

কেন্দ্রীয় সরকার দেশটির সব রাজ্য এবং হাসপাতালকে এ দুই কোম্পানির সরবরাহকৃত করোনা কিট ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

এক বিবৃতিতে বলা হয়, করোনা কিট তৈরির জন্য একশ ভাগ অগ্রিম অর্থ পরিশোধের শর্ত থাকলেও ভারত সরকার চীনা ওই দুই কোম্পানির পেছনে আর একটি রুপিও নষ্ট করবে না।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  ইসরায়েলী সীমান্তে হামলা করলো হিজবুল্লাহ

সংবাদটি শেয়ার করুন