শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সফোর্ডে করোনার প্রতিষেধক তৈরির টিমে বাঙালি কন্যা চন্দ্রা

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়ানো করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে কাজ করে যাচ্ছে গোটা বিশ্ব। যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে প্রতিষেধক তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর একটি হল অক্সফোর্ড ইউনিভার্সিটি অন্যটি ইমপেরিয়াল কলেজ লন্ডন।

জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে অক্সফোর্ড। প্রাথমিকভাবে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় এক হাজার জন। ভ্যাকিটেক আর অক্সফোর্ডে ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন দেওয়া হবে প্রাথমিক ট্রায়ালে অংশ নেওয়া অর্ধেক মানুষকে। বাকী অর্ধেককে দেওয়া হবে মেনিনজাইটিস ভ্যাকসিন।

এর জন্য গত মার্চেই ১৮-৫৫ বছরের সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিদের বেছে নেওয়া হয়। এদিকে, গত ২৩ এপ্রিল প্রথম ওই করোনাভাইরাসের প্রতিষেধক দেওয়া হয়েছে দুজনকে। দেখা হবে নতুন ভ্যাকসিন ওই ব্যক্তিদের কোভিড ১৯ এর সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে পারবে কি না। এছাড়া, ওই ব্যক্তিদের শরীরে জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কি না, তাও পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনের টিমে একমাত্র এবং প্রথম বাঙালি হলেন চন্দ্রা দত্ত। ভারতের কলকাতার গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল থেকে ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর হেরিটেজ ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে বি টেক সম্পূর্ণ করেন চন্দ্রা। খবর: বর্তমান।

এছাড়াও, ২০০৯ সালে ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন তিনি। ২০১৯ থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির জেনার ইনস্টিটিউটে ক্লিনিকাল বায়োম্যানুফেকচারিং বিভাগে কাজ করে যাচ্ছেন তিনি। সাথে পড়াশুনাও করছেন। সম্প্রতি এই ইনস্টিটিউটই কোভিড ১৯ ভাইরাসের প্রতিষেধক তৈরিতে কাজ করছে।

আরও পড়ুনঃ  রাশিয়ায় করোনায় প্রথম মৃত্যু

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন