বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কারাবন্দী সৌদি রাজকন্যার আকুতি

সম্প্রতি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতবছর তার চাচাতো বোন রাজকন্যা বাসমাহকে অপহরণ করেছেন বলে একটি সূত্রে খবর পাওয়া যায়। প্রায় এক বছরের অধিক সময় ধরে নিখোঁজ ছিলেন রাজকণ্যা বাসমাহ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাসমাহ একটি টুইটে মোহাম্মদ বিন সালমানকে বন্দিত্ব থেকে মুক্তির অনুরোধ জানিয়েছেন।

এদিকে, গতবছর চিকিৎসার প্রয়োজনে সৌদি আরব থেকে সুইজারল্যান্ড যাওয়ার সময় রাজকন্যা বাসমাহকে অপহরণ করা হয় বলে তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। এরপর তাকে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ দিয়ে কারাগারে পাঠানো হয়। জেলে বসে টুইটে তিনি জানান, ‘আমাকে বিনা অপরাধে কারাবন্দি করে রাখা হয়েছে। আমি খুবই অসুস্থ। মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আমার চিকিৎসা জরুরী।

উল্লেখ্য, নারীবাদী বাসমাহ রাজপরিবারের সমালোচক হিসেবে অধিক পরিচিত। ৫৬ বছর বয়সি রাজকন্যা বাসমাহ তার মেয়েকে নিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন এই সন্দেহে যুবরাজ সলমান তাকে অপহরণ করেন। গেল বছরের ফেব্রুয়ারি মাসে অপহরণ করার পর তাকে সৌদি আরবের আল-হায়ার কারাগারে বন্দি করে রাখা হয়। পরিবারের সদস্যরা সপ্তাহে একবার তার সাথে দেখা করতে পারেন। তাকে কবে মুক্তি দেয়া হবে এ ব্যাপারে পরিবারের সদস্যরাও জানেন না।

সূত্রঃ আল জাজিরা

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

সংবাদটি শেয়ার করুন