শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ রয়েছে

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে বলে স্বীকার করেছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার। এছাড়া, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও রাশিয়া হস্তক্ষেপের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বুধবার, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে মুলারের তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানি হয় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে। প্রায় সাত ঘন্টাব্যাপী স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে দু’দফায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন কংগ্রেসের সদস্যরা।

এসময়, তিনি নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করেন। তদন্তের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দিয়েছেন বলে শুনানিতে দাবি করেন মুলার। এছাড়া, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুনঃ  লকডাউনে ধর্ষণ বাড়ছে, পর্নহাব বন্ধের দাবি

সংবাদটি শেয়ার করুন