বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে তারাবি নামাজ বাতিল ঘোষণা সৌদির

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবার আসন্ন রমজান মাসের তারাবি নামাজও বাতিল ঘোষণা করলো সৌদি আরব। ধর্মীয় ভাবে তারাবি নামাজ রমজানের জন্য গুরুত্বপূর্ণ হলেও করোনা প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেয়া হল। দেশটির ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ তারাবি বাতিলের এ ঘোষণা দেন।

ড. আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা ঠেকাতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবি নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ এ নামাজে মানুষ সমাগম বেশি হয়। করোনা দুর্যোগ কাটিয়ে উঠার জন্য তিনি সকল নাগরিককে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধও জানান।

তিনি আরও বলেন, কবরস্থানে জানাজার নামাজে মৃতের আত্মীয়দের পাঁচ থেকে ছয়জনের বেশি জড়ো হওয়া ঠিক নয়। এতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বাড়িতে অবস্থান করে মৃত ব্যক্তির জন্য বেশি করে প্রার্থনা করা উচিত।

উল্লেখ্য, এখন পর্যন্ত সৌদি আরবে মোট ৪ হাজার ৪৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শক্তি হারাচ্ছে করোনা!

সংবাদটি শেয়ার করুন