রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট পদ্ধতি বিষয়ে মমতার দাবি অযৌক্তিক: বিজেপি

ভোট পদ্ধতি বিষয়ে মমতার দাবি অযৌক্তিক: বিজেপি

ভারতের নির্বাচন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনে, ভোট গ্রহণে ইভিএমের পরিবর্তে ব্যালটে ফেরাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি জানিয়েছেন। এই দাবিকে পুরোপুরি অযৌক্তিক বলে মন্তব্য করেছে রাজ্য বিজেপি।

রবিবার (২১ জুলাই) কলকাতায় ধর্মতলায় ‘শহীদ দিবস’ দিবস উপলক্ষে তৃণমূল আয়োজিত জনসভায় বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন মমতা। তবে সেই অভিযোগের জবাব দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা এবং ভারতী ঘোষ।

বিজেপি নেতা ভারতী ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী এখনও বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে নিয়ে কি ভাবছে।

বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম চালু করার জন্য এক সময় আন্দোলন করেছিলেন। এখন দেখছি তিনি নিজেই ইভিএম চাইছেন না। কেননা ব্যালটে ভোট হলে তাতে কারচুপি করা সহজ।

আরও পড়ুনঃ  স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে রুশ গমের ময়দা দেবে তুরস্ক

সংবাদটি শেয়ার করুন