বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশি

জার্মানিতে বসবাসরত পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানান।

ইমতিয়াজ আহমেদ বলেন, আক্রান্ত পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। তারা বার্লিনের বাসিন্দা। বাকি দুজনের একজন মিউনিখ এবং অন্যজন মুন্সটার শহরের বাসিন্দা।

রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। এছাড়া মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টাইন রয়েছেন।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র ও জার্মানিতে পাঁচ মাসে রপ্তানি কমেছে ৮২৪ মিলিয়ন ডলার

সংবাদটি শেয়ার করুন