শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৯১৯ জন

মরনঘাতী করোনাভাইরাসে ইতালিতে বেড়েই চলেছে লাশের সংখ্যা। পুরো দেশ জুড়ে এখন মৃত্যুর মিছিল। প্রতিদিনই মৃত্যুর সংখ্যার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে পুরোনো রেকর্ডকে।

 ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনাভাইরাস। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা বেশী থাকলেও ইতোমধ্যেই তা ছাড়িয়ে গেছে ইতালি। এখন দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও পুরো ইউরোপ জুড়ে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  খুলছে আগ্রার তাজমহল

সংবাদটি শেয়ার করুন