বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পোৎপাদন বৃদ্ধির হার কমে গেছে ভারতে

২০১৯ সালে শিল্পোৎপাদন বৃদ্ধির হার কমে গেছে ভারতে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় রাশিবিদ্যা এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রণালয়। ২০১৯ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দেশটিতে শিল্পোৎপাদনের হার ০.৫ শতাংশ। যা ২০১৮ সালের একই সময়ে ছিল ৪.৭ শতাংশ। আর উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ১.২ শতাংশ কমে ১৩৪.২ তে এসে দাঁড়িয়েছে।

নতুন বছরের জানুয়ারিতে খুচরা মুদ্রাস্ফীতি ৬৮ মাসে সর্বোচ্চ বেড়ে ৭.৫৯ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে পরপর দুই মাস ভারতের মুদ্রাস্ফীতির সূচক রিজার্ভ ব্যাংকের ঊর্ধ্বসীমা ৬ কে ছাড়িয়েছে।

জানুয়ারিতে খাদ্যস্ফীতির হার ছিল ১৩.৬৩ শতাংশ। যা ডিসেম্বর মাসে ছিল ১৪.১৯ শতাংশ। ২০১৯ এর নভেম্বরে খাদ্যস্ফীতির হার বেড়ে দাঁড়ায় ১০.১ শতাংশে। ডিম ও শস্যদানার ক্ষেত্রে দাম বাড়ার হারও ছিল ৩.৭১ শতাংশ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভারতে নতুন নাগরিকত্ব আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: জাতিসংঘ

সংবাদটি শেয়ার করুন