শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের সাথে বন্ধ হচ্ছে ইইউর মুক্ত বাণিজ্য

যুক্তরাজ্যের সঙ্গে চলতি বছরেই মুক্ত বাণিজ্য বন্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ।

এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপীয় পার্লামেন্টে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য ইস্যুতে যুক্তি উপস্থাপনের পরই এ ঘোষণা দেয়া হয়।

আগামী বছরের শুরুতেই ব্রিটিশ সীমান্তে শুল্ক পয়েন্ট বসাবে কমিশন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে শুল্কমুক্ত বন্দর চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

জানা যায়, ২০২১ সালের মধ্যে ১০টি শুল্কমুক্ত বন্দর চালুর পরিকল্পনা করা হয়েছে। এর বাস্তবায়ন হলে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগ বাড়বে।

আনন্দবাজার/ টি এস পি

 

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন

সংবাদটি শেয়ার করুন