শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হুন্দাই উৎপাদন বন্ধ করছে দক্ষিণ কোরিয়ায়

বিশ্ববাজারেও প্রভাব পড়েছে করোনাভাইরাসের। এশিয়ার শেয়ারবাজারে প্রতিনিয়ত চলছে দরপতন। পাশাপাশি কমছে তেলের দামও। ইতোমধ্যে চীনের অনেক  প্রতিষ্ঠানই নিজেদের কার্যক্রম বন্ধ রেখেছেন।

সম্প্রতি এই ভাইরাসে প্রভাবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ‍ আগামী  ৭ ফেবরুয়ারি থেকে বন্ধ করছেন তাদের গাড়ি উৎপাদন কার্যক্রম। চীনে করোনাভাইরাসের কারণে কয়েকটি শহরের যানবাহন চলাচল বন্ধ আছে। তাই গাড়ি উৎপাদনের যন্ত্রাংশ সরবরাহে অনেক ‍সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়াতে।

আরও পড়ুন : বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর

চীনে হুন্দাইয়ের সাতটি কারখানা রয়েছে। এসব কারখানা থেকেই তাদের উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে। তারা সেখানে নির্মিত গাড়ি পাঠায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু কিছু কিছু যন্ত্রাংশের জন্য তাদেরকে অনেকটাই নির্ভর হতে হয় চীনের ওপর।

আনন্দবাজার/ এইচ এস কে

আরও পড়ুনঃ  করোনা সারাতে ফুসফুসে জীবাণুনাশক পুশ করতে বললেন ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন