শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে নতুন গাড়ি নিয়ে এলো মারুতি অল্টো

মারুতি সুজুকি অল্টো দাপটের সঙ্গে ব্যবসা করে আসছে ভারতীয় গাড়ির বাজারে। মারুতি অন্তত ৩৮ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে কেবল অল্টো গাড়ি লঞ্চ হওয়ার পরই। প্রতিষ্ঠানটি এবার বাজারে নিয়ে এলো সিএনজি মডেলের গাড়ি। ৪.৩৩ লাখ টাকা থেকে এর দাম শুরু হচ্ছে।

মারুতি সুজুকির লক্ষ্যই এখন উন্নত প্রযুক্তিসমৃদ্ধ ও পরিবেশবান্ধব গাড়ি নির্মাণ করা। নতুন মডেলের এই গাড়ির মধ্যে দিয়ে এই প্রচেষ্টার সূচনা হলো।

অল্টো বিস ৬- সিএনজিটি যাতে পারফরম্যান্স দুর্দান্ত হয় এবং ইঞ্জিনের স্থায়িত্ব বেশি থাকে, সুখ স্বাচ্ছন্দ্য এবং মাইলেজ সব সঠিক মানের ও মাত্রার হয়, এমনভাবে ডিজাইন করা হয়েছে। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, গাড়িটি পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর।

নতুন এস-সিএনজি মডেলে পরস্পরের ওপর নির্ভরশীল ইসিইউ (ইলেক্ট্রনিক কন্ট্রোল ইউনিটস) এবং ইন্টেলিজেন্ট ইঞ্জাকশনের পাশাপাশি থাকবে উন্নতমানের ড্রাইভাবিলিটি। অর্থাৎ এ অঞ্চলে গাড়িটি  চালাতে যাতে কোনোরকম অসুবিধা না হয় এমনভাবে গাড়িটি তৈরি হয়েছে।

আনন্দবাজার/ টি এস পি 

আরও পড়ুনঃ  কালের অতল গর্ভে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি

সংবাদটি শেয়ার করুন