বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার জন্য জমি বিক্রি করছেন নরেন্দ্র মোদী

আর্থিক সঙ্কট কাটাতে ভারতে নয় হাজারেরও বেশি শত্রু সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই সম্পত্তি বিক্রি করে  এক লাখ কোটি টাকা পাওয়া যাবে বলে আশা করছে তারা।

এর মধ্যে জমি বিক্রির প্রক্রিয়া যাতে দ্রুত ও বাধাহীনভাবে হয়, সে জন্য সরকার তিনটি কমিটি তৈরি করেছে৷ অমিত শাহের নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের কমিটি ছাড়াও ক্যাবিনেট সচিব ও স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে আরও দুটি কমিটি করা হয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের শত্রু সম্পত্তি সরকার দ্রুত বিক্রি করতে চায়৷ কারণ, এই দুই রাজ্যে সম্পত্তি বিক্রি করে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে৷ উত্তর প্রদেশে প্রায় পাঁচ হাজার শত্রু সম্পত্তি আছে৷ তবে সরকারের কাছে অগ্রাধিকার পাবে, কলকাতা বা মুম্বইয়ের শত্রু সম্পত্তি বিক্রি করা৷ কারণ ওই দুই শহরে জমি ও বাড়ির দাম অনেক বেশি৷  দেশের আর্থিক সঙ্কট কাটাতে এই শত্রু সম্পত্তি বিক্রির দিকেই নজর দিয়েছে মোদী সরকার৷

দেশে শত্রু সম্পত্তির পরিমাণ হল নয় হাজার ২৮০টি, যা প্রধাণত মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশে ছড়িয়ে৷ মুসলিম বাদে চীনাদের ছেড়ে যাওয়া অল্প কিছু সম্পত্তিও আছে৷

তিন বছর আগে শত্রু সম্পত্তি বিক্রির রাস্তা সুপ্রিম কোর্ট সুগম করে দিয়েছিল৷ সর্বোচ্চ আদালতের রায় ছিল, শত্রু সম্পত্তি হলে তা বিক্রি করে দেওয়া উচিত৷ সুপ্রিম কোর্টের আইনজীবী অমিতাভ সিনহার মতে, এই সম্পত্তি বিক্রির ক্ষেত্রে কোনও আইনগত জটিলতা নেই৷ তবে কিছু সম্পত্তি সরকারের কাছে আছে৷ কিছু জবরদখল হয়ে আছে৷ সেই সব সম্পত্তি খালি করে বিক্রি করাটা সরকারের দায়িত্ব৷ সরকার যদি একদিনে দিল্লিতে জবরদখল কলোনি খালি করে দিতে পারে, তা হলে বেআইনি দখলদারদেরও দ্রুত হঠিয়ে দিতে পারে৷ দরকার হলে আলাপ আলোচনার মাধ্যমে তা হতে পারে৷ তবে সুপ্রিম কোর্টের রায়ের ফলে বিক্রির ক্ষেত্রে আইনগত জটিলতা নেই এটা বলা যেতে পারে৷ আর আন্তর্জাতিক ক্ষেত্রেও একই পন্থা অনুসরণ করা হয়৷”

আরও পড়ুনঃ  করোনা অধিকাংশ দেশে প্রাথমিক পর্যায়ে রয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আনন্দবাজার/রনি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন