শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৬

চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৮৩০ জন এবং মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা থেকে যানা যায়, গত এ ভাইরাসে নতুন করে আটজনের মৃত্যু হয় এবং দেশব্যাপী আরো ২৫৯ জন নতুন করে আক্রান্ত হন।

দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা জানায়, মোট আক্রান্ত হয়েছে ৮৩০ জন। তার মধ্যে ১৭৭ জনের অবস্থা আশংকাজনক অবস্থায় আছে। এর বাইরে ৩৪ জন পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আরও জানায়, আরও এক হাজার ৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তারাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।

দেশটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মারাত্মক এই ভাইরাস দেশব্যাপী ছড়িয়ে পড়া রোধ করতে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনের প্রায় ২ কোটি মানুষকে কার্যকরভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

করোনা ভাইরাস প্রথম দেখা দেয় চীনের মধ্যাঞ্চলীয় উহান শহরে। মানুষের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভাইরাস উহানের সামুদ্রিক খাবার ও পশুর বাজার থেকে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  করোনা পরিস্থিতির মধ্যেই বিদ্যালয় খুলে দিলো যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন