শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে ভারত-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য

দক্ষিণ এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তি চীন ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০০ কোটি ডলার কমেছে কমেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অব চায়না (জিএসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয় চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে ৫ হাজার ৬৭৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় দুই অর্থনীতিতেই মন্দা বিরাজ করায় দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলেছে।

এক সংবাদ বিবৃতিতে বার্ষিক বাণিজ্য উপাত্ত প্রকাশের সময় জিএসসিসির উপমন্ত্রী ঝু ঝিয়ু জানান, ভারত ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছর ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৬৩ হাজার ৯৫২ কোটি ইউয়ান বা ৯ হাজার ২৬৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০১৮ সালের ৯ হাজার ৫৭০ কোটি ডলার থেকে যা প্রায় ৩০০ কোটি ডলার কম।

বিবৃতিতে আরো বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্যের সঙ্গে সংগতি রেখে দুই দেশের দ্বিপক্ষীয় বিনিয়োগ প্রবৃদ্ধি হয়নি। যেখানে দেশ দুটি বিশ্বের শীর্ষ বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে, সেখানে দুই দেশের পারস্পরিক বিনিয়োগে গতি পায়নি।

সূত্র – পিটিআই

আনন্দবাজার/জায়েদ

আরও পড়ুনঃ  নভেল করোনায় আক্রান্ত জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী

সংবাদটি শেয়ার করুন