শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

মঙ্গলবার (স্থানীয় সময়) বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জানা যায়, উত্তর-পশ্চিম মেক্সিকোতে মঙ্গলবার একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনার পর কর্মকর্তাদের যাত্রীবাহী এই বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা গেছে।

এছাড়া, সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। প্রথমে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়।

প্রসঙ্গত, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গাড়ির অবস্থা, উচ্চ গতি, চালকের ভুলের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের জুলাইতে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সড়কে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: দুই যুবক নিহত

সংবাদটি শেয়ার করুন